Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে’র নতুন কমিটি ঘোষণা

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

জানুয়ারি ১৫, ২০২৫, ১১:৫২ এএম


ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে’র নতুন কমিটি ঘোষণা

ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষ্য লন্ডনে নতুন কমিটির ঘোষণা করা হয়েছে। এতে ফেনীর সোনাগাজী উপজেলার কৃতি সন্তান মনির আহমেদ সভাপতি ও ফেরদৌস বিন জামান তাসমির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সংশ্লিষ্টরা। গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে কমিটি ঘোষণা করায় ইউকে জাতীয়তাবাদী পরিবারের মাঝে আনন্দগণ পরিবেশ বিরাজ করছে।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতি মোহাম্মাদ আইয়ুব, সহ-সভাপতি হাবিব মজুমদার রাফি, নাজিম উদ্দিন রুবেল, মো: আবু ইউছুপ, মোহাম্মদ ইউসুফ রাশেদ, ইসমাইল হোসেন পলাশ ও রাকিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহের হোসেন  ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবুল, মোহাম্মদ ইফতেখার আলম রিংকু, সানাউল্লাহ ফারুক, কফিল উদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান পরাগ, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দাউদ, সালাহ উদ্দিন, সোলেমান ভূঁইয়া, সাইফ উদ্দিন, মোহাম্মদ নুরুল আফসার সৌরভ, মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক, মো: ছালাহ্ উদ্দীন সজীব, সহ-দপ্তর সম্পাদক শামসুল হক সুমন, প্রচার সম্পাদক জাহিদুল হক, সহ-প্রচার সম্পাদক আনোয়ারুল আজিম, কোষাধ্যক্ষ আবদুল আহাদ সেলিম, মহিলা বিষয়ক সম্পাদিকা মাসুদা আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা মার্জিয়া মেহজাবীন সুজানা, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরাফাত, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুল হাসান তুহিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম রাব্বি, মানবাধিকার বিষয়ক সম্পাদক মুন্সি আসাদুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক ওমর ফারুক, শ্রম বিষয়ক সম্পাদক জাকের হোসেন সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক আবদুল্লাহ কায়সার অনিক সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফাহিম যুব বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খোকন।
আইনবিষয়ক সম্পাদক খালেদ বিন চৌধুরী।

এছাড়াও সদস্যরা হলেন- নুর ইসলাম, নজরুল ইসলাম, খলিলুর রহমান, এরশাদ উল্লাহ, আবুল কাশেম, কাজী সাইফুল আলম (মুন্না), মো: কাসেম, মোজাম্মেল হক, মোতাহের হোসেন জামাল, নজরুল ইসলাম নজরুল, মো: শিমুল, কারী নজরুল ইসলাম , মোহাম্মদ জসিম, ফজলুল করিম লিটন, মাইন উদ্দিন, জামাল উদ্দিন বাহার, মোহাম্মদ মফিজ, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আবুল কাশেম, গোলাম সরোয়ার, সাহাব উদ্দিন, আজিজ, তারেক ইবনে আজিজ।  

কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন নূর নবী সেলিম, মহি উদ্দিন, নজরুল ইসলাম বিপ্লব, মো: মাইন উদ্দিন, মোরশেদুল হক, নজরুল ইসলাম আজাদ, নাজমুল হাসান রাজ, মোহাম্মদ ইমতিয়াজ মিজান, খোরশেদ আলম বাচ্চু চেয়ারম্যান, দিদারুল আলম, গাজী এরশাদ উল্লাহ, মোহাম্মদ হানিফ মিয়া।

প্রবাসীদের মাঝে সুখে-দুঃখে ঐক্যবদ্ধভাবে পাশে থাকা, নৈতিকতা ও আদর্শ এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ আরো সুদৃঢ় করার লক্ষ্যে নতুন এ সংগঠনের পথচলা শুরু হয়েছে বলে সংগঠনের সদ্য ঘোষিত কমিটির সভাপতি মনির আহমেদ এমনটা আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশের রাজনীতিতে প্রবাসী কমিউনিটির ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ। ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম, ইউকে, বিএনপির আন্তর্জাতিক প্রচার ও সমর্থন বৃদ্ধি করার ক্ষেত্রে একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করে। প্রবাস থেকে দেশের রাজনীতিতে দলীয় সমর্থন জোগানো, বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ফোরামে সরকারের বিরোধী নীতি তুলে ধরা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অর্থনৈতিক ও সাংগঠনিক সহায়তা প্রদান ফোরামের অন্যতম লক্ষ্য।

তিনি আরো বলেন, এ সংগঠনের মাধ্যমে লন্ডনে প্রবাসী ফেনীবাসীদের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে নতুনত্বের মাধ্যমে তাদের গৌরবময় পথচলায় আরও এক ধাপ এগিয়ে যাকে। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই ফোরামটি প্রবাসে বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনার আলোকে কর্মব্যস্ত জীবনেও রাজনীতির সুশৃঙ্খল ধারা বজায় রেখে প্রগতির পথে অবিচল। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে রাজনৈতিক চেতনা জাগ্রত রাখা এবং জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাস ও মূল্যবোধ তুলে ধরা এই সংগঠনের অন্যতম দায়িত্ব। বিগত বছরগুলোতে ফোরাম প্রবাসে বসবাসরত ফেনীর অসহায় প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে। তাদের পুনর্বাসন, চাকরির সুযোগ তৈরির সহযোগিতা, এবং দূতাবাস সম্পর্কিত সমস্যাগুলোর সমাধানে সক্রিয় ভূমিকা পালন করেছে। তাছাড়া, বাংলাদেশের দুর্যোগকালীন মুহূর্তে ত্রাণ তহবিল গঠন এবং মানবিক সহায়তা পাঠানোর মাধ্যমে ফোরাম নিজেদের দায়িত্বশীলতা প্রমাণ করেছে।

সংগঠন সূত্র জানায়, ফেনী জেলার উন্নয়ন প্রকল্পে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করা, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি, বিএনপির আন্দোলনের জন্য অর্থ সংগ্রহ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ, ফেনী জেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু, নতুন প্রজন্মের সঙ্গে জাতীয়তাবাদী দর্শনের সংযোগ স্থাপন, প্রবাসী কমিউনিটির সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসার, ফোরামের ডিজিটাল প্ল্যাটফর্ম চালু, কমিউনিটির জন্য সেবা প্রকল্প চালু, ফেনীর প্রবাসীদের মধ্যে ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলা, বাংলাদেশের জাতীয় দিবস ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত উদ্‌যাপন,  মেধাবী ছাত্র-ছাত্রী ও উদ্যোক্তাদের স্বীকৃতি প্রদান, প্রবাসী যুবকদের রাজনৈতিক নেতৃত্বে উৎসাহিত করা, বাংলাদেশের জনগণের জন্য বিশেষ মানবিক তহবিল গঠন।

বিআরইউ
 

Link copied!