রফিকুল ইসলাম,পূর্বাচল (গাজীপুর)
জানুয়ারি ১৬, ২০২৫, ০৫:০৫ পিএম
রফিকুল ইসলাম,পূর্বাচল (গাজীপুর)
জানুয়ারি ১৬, ২০২৫, ০৫:০৫ পিএম
কেনাকাটার পাশাপাশি দর্শনার্থীদের বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শিশুদের জন্য বরাবরের মত এবারও আছে পার্ক সাথে বিশেষ আয়োজনে শুক্রবার ও শনিবার বসছে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর ফলে বাড়তি মাত্রা যোগ হয়েছে সার্বিক আয়োজনে।
এবারের বাণিজ্য মেলাতেও শিশুদের বিনোদনের জন্য মিনি পার্কের ব্যবস্থা রাখা হয়েছে।ঘরবন্দি শিশুদের একটু বিনোদন দিয়েই মূলত এই উদ্যোগ।রয়েছে হরেক রকমের রাইড এমন আয়োজনে খুশি তাদের অভিভাবকেরা।
বৃহস্পতিবার মেলায় গাজীপুর থেকে আসা আনিসুর রহমান জানান,কর্মব্যস্ততায় কোথাও যাওয়া হয়না আজ সুযোগ পেয়েছি আজ আসার।এখানে সবচেয়ে ভাললেগেছে বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে।সকালে এসেছি মেলায় বাচ্চাদের নিয়ে অনেক আনন্দ উপভোগ করলাম।
ঢাকার নতুন বাজার থেকে আসা সৌরভ কুমার জানান,গত সপ্তাহে এসেছিলাম আজ আবার আসলাম এবার বাণিজ্য মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে এটা ঘিরে ছিল আলাদা উন্মাদনা বন্ধুরা মিলে অনেক এনজয় করেছি ।
ইপিবি জানায় মেলায় আগত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য প্রতি শুক্র ও শনিবার ছুটির দিনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক সন্ধ্যা।সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জনপ্রিয় শিল্পীদের গান উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।
আরএস