মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা
জানুয়ারি ১৬, ২০২৫, ০৫:২৪ পিএম
মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা
জানুয়ারি ১৬, ২০২৫, ০৫:২৪ পিএম
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্ত্বাবধানে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
বুধবার (১৫ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মাসুদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন ইসলাম বাজার গ্রামে অভিযান চালান। অভিযানে জাবেদ স্টোর এন্ড কনফেকশনারির সামনে পাকা রাস্তা থেকে দুই কেজি গাঁজা এবং মাদক বহনে ব্যবহৃত একটি পাখি ভ্যান জব্দ করা হয়।
গ্রেফতার করা হয়েছে আসামি মো. জীবন (২০), পিতা মো. রবিউল ইসলাম এবং মাতা মোছা. জাহানারা বেগম, গ্রাম নাস্তিপুর (পশ্চিমপাড়া), থানা দর্শনা, জেলা চুয়াডাঙ্গা। জব্দকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৬০,০০০ টাকা, এবং পাখি ভ্যানের মূল্য ৮০,০০০ টাকা।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। দর্শনা থানা পুলিশ জানায়, এ ধরনের অভিযান মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
আরএস