নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া
জানুয়ারি ১৬, ২০২৫, ০৬:১২ পিএম
নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া
জানুয়ারি ১৬, ২০২৫, ০৬:১২ পিএম
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দ্রব্যের অতিরিক্ত মজুত নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক। জেলার টাস্কফোর্স কমিটি বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় কুষ্টিয়ার প্রসিদ্ধ বড়বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বাজার ঘুরে বিভিন্ন দ্রব্যের দাম যাচাই, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য তালিকা ক্রয় রশীদ, মুনাফার হার তদারকি করেন এবং চালের বাজারে কোন সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত মূল্য নিলে তাদের বিরুদ্ধে তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন। ব্যবসায়ীরা কেউ যেন অযৌক্তিক মুনাফা করে বাজারে দ্রব্যের মূল্য বাড়াতে না পারে সে বিষয়ে নির্দেশনা দেন। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতীম শীল, জেলা খাদ্য নিয়ন্ত্রক আল্ ওয়াজিউর রহমান, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরএস