Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নাসিরনগরে দুই শতাধিক জেলে পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

নাসিরনগরে (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নাসিরনগরে (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জানুয়ারি ১৬, ২০২৫, ০৭:২৫ পিএম


নাসিরনগরে দুই শতাধিক জেলে পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শীতার্ত জেলে সম্প্রদায়ের  মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ‘মাওলানা আবু আহাম্মদ কল্যাণ ট্রাস্ট।মুসলিম ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষের পাশে দাঁড়িয়ে ট্রাস্টি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

বৃহস্পতিবার  বেলা ৩ টার দিকে নাসিরনগর সদরের গাঙ্কুলপাড়া দূর্গা মন্দির প্রাঙ্গণে এলাকার প্রায় দুইশত জন শীতার্ত জেলে পরিবারের হাতে এ কম্বল তুলে দেয়া হয়। এসময় মাস্কও বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘গাঙ্কুলপাড়া দূর্গা মন্দিরের সভাপতি অব. শিক্ষক যোগেন্দ্র চন্দ্র দাস । এতে প্রধান অতিথি ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাপস পাল,মাওলানা আবু আহাম্মদ কল্যাণ ট্রাস্ট এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক,নাসিরনগর ইউনিয়ন ও ভিটাডুবি ধীবর সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পাপোচন দাস, সাধারণ সম্পাদক পরিমল দাস প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিন বলেন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

আরএস

Link copied!