Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

কুড়িগ্রামে মার্চ ফর ফেলানী কর্মসূচিতে সারজিস আলম

ক্ষমতায় যারাই আসুক তারা কোনো দেশের দালাল হলে পরিণতি হবে হাসিনার মতো

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

জানুয়ারি ১৬, ২০২৫, ০৭:৩০ পিএম


ক্ষমতায় যারাই আসুক তারা কোনো দেশের দালাল হলে পরিণতি হবে হাসিনার মতো

“মার্চ ফর ফেলানী” কর্মসূচিতে যোগ দিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আর যদি আমার কোন ভাই বা আমার কোন বোন আমাদের ওই সীমান্তে আমাদের তাঁর কাটায় লাশ ঝুলে থাকে তাহলে কাঁটাতারকে  লক্ষ্য করে আজকের মার্চ ফর ফেলানীর মত লং মার্চ করা হবে। আর যদি পরবর্তীতে আমাদের সেই মার্চ তাঁর কাটাকে উদ্দেশ্য করে হয় তাহলে আমাদের লক্ষ তাঁর কাটাকে ভেদ করে যতদূর দৃষ্টি যায় তত দুর যাবে।

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে পৃথিবীর প্রত্যেকটি দেশকে একটি কথাই বলতে 

চাই, এই যে সীমান্ত হত্যা, তাঁর কাটা দেয়ার নামে জোড় করে বাধা দেয়ার জন্য যে প্রয়াস তা রুখে দেয়ার জন্য নতুন করে যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের স্পুলিং সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়া হবে।

তিনি বলেন, কুড়িগ্রামে মার্চ ফর ফেলানী থেকে বলতে চাই আমরা বাংলাদেশের সীমান্তে কোন লাশ দেখতে চাই না। বাংলাদেশের যত নাগরিককে সীমান্তে লাশ করা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে।

তিনি বলেন, ছাত্রজনতা আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ দিয়েছে সেই ছাত্র জনতা নতজানু পর রাষ্ট্র নীতি মেনে নিবে না। আগামীতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা যদি ক্ষমতা আঁকড়ে ধরার জন্য কোনো দেশের দালাল হোন তাহলে তাদের পরিণতি হাসিনার মতো হবে।

লং মার্চের শুরুতে ফেলানী হত্যাসহ সীমান্তে সকল নাগরিক হত্যার বিচার, সীমান্তে মরণঘাতী অস্ত্র বন্ধ, শহীদ ফেলানীর নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নাম করণ, নতজানু পররাষ্ট্রনীতি বাতিল করে সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চরের জীবনজীবিক উন্নয়নে নদী সংস্কারের ৫ দফা দাবি জানান সারজিস আলম।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লং মার্চটি কুড়িগ্রামের জেলা শহরের কলেজ মোড় থেকে শুরু হয়ে নাগশ্বরী উপজেলা রামখানা ইউনিয়নে নাখারগঞ্জ গ্রামে ফেলানীর বাড়ির উদ্দেশে রওনা দেন।

পথে বিভিন্নস্থানে হাজারো মানুষের উপস্থিতি পথসভা করা হয়। পরে বিকেল সাড়ে ৩ টায় ফেলানীর বাড়ির পার্শ্ববর্তী রামখানা  দিঘির পাড় বাজার এলাকায়  এক সমাবেশ অনুষ্ঠিত হয় ।

সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ,  আবু সাইদ লিওন, কেন্দ্রীয় সংগঠক সাকিব মাহদী, সংগঠক কেন্দ্রীয় এ এস সুজা উদ্দিন, কেন্দ্রীয় সদস্য গোলাম মর্তুজা সেলিম, কেন্দ্রীয় সদস্য কৈলাস চদ্র রবিদাস, কেন্দ্রীয় সদস্য মোশফিকুর রহমান জোহান, কেন্দ্রীয় সদস্য নিজাম উদ্দীন, যুগ্ম মুখ্য সংগঠক, কেন্দ্রীয় সমন্বয়ক- রিফাত রিদওয়ান, ফেলানির বাবা নুরুল ইসলাম নুরু ।

সমাবেশে ফেলানীর বাবা নুর ইসলাম নুরু বলেন, বিগত সরকার নানা কারণে আমার মেয়ের বিচার করেনি ।  বর্তমান শিক্ষার্থী ও জনগণ আমার মেয়ের বিচারের যে দাবি তুলেছে তা দ্রুতই বাস্তবায়নের দাবি জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় নেতারাসহ জাতীয় নাগরিক কমিটি কুড়িগ্রাম জেলা সংগঠক মুকুল মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর, মুখ্য সংগঠক সাদিকুর রহমান,মুখপাত্র জান্নাতুল তহুরা তন্বী প্রমুখ।

আরএস

 

Link copied!