কিশোরগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৫, ০৭:৩৯ পিএম
কিশোরগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৫, ০৭:৩৯ পিএম
কিশোরগঞ্জে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শেখ পরিবারের নামে নির্মিত ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করলো অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে এই কথা জানান।
এ তথ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের নাম পরিবর্তন করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় করা হচ্ছে বলে জানা গেছে।শেখ পরিবারের নামে নির্মিত কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়সহ ১৩ টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করলো অন্তর্বর্তীকালীন সরকার।আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে।এটি কিশোরগঞ্জ শহরে অবস্থিত।২০২০ সালের ২৪ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে কিশোরগঞ্জ জেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের জন্য আইনে নীতিগতভাবে সম্মত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জেড এম পারভেজ সাজ্জাদ প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছে।তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদের আগ্রহে ও উদ্যোগে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। কিশোরগঞ্জ সদর উপজেলায় অবস্থিত বৌলাই ইউনিয়নে এটি স্থাপন করা হবে। ২০২০ সালের ২৪ শে ফেব্রুয়ারি মন্ত্রিসভায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেয়।
আরএস