Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫,

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

জানুয়ারি ১৬, ২০২৫, ০৮:৪২ পিএম


টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ছানোয়ার হোসেন(৩৭) নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হাসপাতালের দ্বিতীয় তলায় তার লাশ পায় পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছানোয়ার হোসেন মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ভট্টবাড়ী গ্রামের হাসমত আলীর ছেলে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) তানভীর আহমেদ জানান , হাসপাতালের দ্বিতীয় তলায় এক যুবককে চোর সন্দেহে কয়েকজন দুর্বৃত্ত পিটিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

আরএস
 

Link copied!