বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৫, ০৯:১৮ পিএম
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৫, ০৯:১৮ পিএম
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রোকনদ্দিন ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির কমিটি নিয়ম বহির্ভূতভাবে গোপনে করার পায়তারার অভিযোগ উঠেছে মাদ্রাসাটির অধ্যক্ষ আবুল বাশার মো. তোহার বিরুদ্ধে।
এ বিষয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষে জি এম জাকির, মো. হাবিবুর রহমান, মো. বসির খান ও জাহিদ উদ্দিন গত ১৪-০১-২০২৫ তারিখে এডহক কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মাদ্রাসাটির অধ্যক্ষ আবুল বাশার তোহা অত্র মাদ্রাসায় যোগদান করার পর থেকেই কতিপয় বহিরাগতদের যোগসাজশে মাদ্রাসাটির অভিভাবক, দাতা সদস্য ও ভোটারদের কাউকে অবহিত না করে নিয়ম বহির্ভূতভাবে নিজের আত্মীয় স্বজনদের নিয়ে গোপনীয়ভাবে মাদ্রাসার গভর্নিং বডি গঠন করে মাদ্রাসা পরিচালনা করতো। মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাসার তোহা এলাকার একজন অযোগ্য ব্যক্তিকে গোপনীয়ভাবে সভাপতি নির্বাচিত করার পাঁয়তারা করছেন। যা নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। যেকোনো সময় এ ক্ষোভ বিক্ষোভে রূপ নিতে পারে। ওই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রব বলেন, মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ আবুল বাশার তোহা নিয়মের কোন তোয়াক্কা না করে একজন অযোগ্য ব্যক্তিকে গোপনীয়ভাবে গভর্নিং বডির সভাপতি করার পাঁয়তারা করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের অনুরোধ মাদ্রাসা পরিচালনার জন্য সকলের প্রত্যাশিত একটি গভর্নিং বডি যেন গঠন করা হয়।
মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. মোশাররফ হোসেন জানান, তিনি গভর্নিং বডির নির্বাচনের তফসিলের বিষয় কিছুই জানেন না। এমনকি ভোটার তালিকা হালনাগাদ করতে ক্লাসে কিংবা কোন নোটিশ বোর্ডে কোন নোটিশ দেয়া হয়নি বলেও জানান।
মাদ্রাসার আরবি প্রভাষক সোহেল রাজা ও ইংরেজি প্রভাষক মো. রুবেল খান বলেন, আপনাদের মাধ্যমেই মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচনের বিষয় শুনলাম। ইতিপূর্বে এ বিষয়ে তারা কিছুই জানতেন না। ভোটার তালিকা হালনাগাদ করতে ক্লাসে কিংবা নোটিশ বোর্ডে কোন নোটিশ দেয়া হয়নি বলেও তারা জানান। মাদ্রাসার সুষ্ঠুভাবে পরিচালনা করতে নির্বাচনের মাধ্যমে একটি স্বচ্ছ গভর্নিং বডি গঠনের দাবি জানান।
অভিযোগের বিষয়ে মাদ্রাসার অভিযুক্ত অধ্যক্ষ আবুল বাসার তোহা বলেন, অতীতেও মাদ্রাসার গভর্নিং বডি গঠনসহ সবকিছু গোপনে হয়েছে, এখনো সবকিছু গোপনে হবে। আপনারা যা পারেন লেখেন। যেখানে আমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে জবাব সেইখানে দেবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, লিখিত অভিযোগের বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আরএস