আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
জানুয়ারি ১৬, ২০২৫, ১০:৪০ পিএম
আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
জানুয়ারি ১৬, ২০২৫, ১০:৪০ পিএম
টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন দৈনিক বাজার এলাকায় ও উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নে অবস্থিত দুটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর দৈনিক বাজার এলাকায় এবং উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নে নকল খাদ্যপণ্য তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বিভিন্ন নকল পণ্য সেভেনআপ, হাইস্পিড, চাষি চিনিগুঁড়া চাল, মিষ্টি দই, জেলি, চকলেট, জুস, কয়েল ইত্যাদি উৎপাদনের অপরাধে দুটি কারখানাকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে জব্দকৃত নকল পণ্য পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
প্রসিকিউশন প্রদান করেন গাজীপুর বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) অর্ণব চক্রবর্তী।
সহযোগিতায় ছিল এসআই শাফিউল ইসলামের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি চৌকস দল।
জনস্বার্থে এমন অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।
ইএইচ