নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
জানুয়ারি ১৭, ২০২৫, ০২:১৯ পিএম
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
জানুয়ারি ১৭, ২০২৫, ০২:১৯ পিএম
নবীনগর উপজেলা ২১টি ইউনিয়নে সব জায়গায় এখন হলুদ সরিষার সমারোহ। স্বল্প সময়ে বাড়তি ফসল হিসেবে এই চাষ প্রতিবছরই বাড়ছে। এ বছর সরকারি প্রণোদনার আওতায় ২৪০০ জন কৃষকের মাঝে দেওয়া হয়েছে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার। গত বছরের সরিষা চাষে সাফল্যে আশানুরূপ উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। ফলে এ এলাকার কৃষকরা রবি মৌসুমে সরিষা চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলী হওয়ার প্রত্যাশা করছে।
উপজেলার যে সব ইউনিয়নে সরিষার আবাদ বেশি হয় সে সকল ইউনিয়ন গুলো হল-রছুল্লাবাদ, বীরগাঁও, বড়াইল, সলিমগঞ্জ, কৃষ্ণনগর, বিটঘর, নাটঘর। এ বছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪১৫০ হেক্টর কিন্তু চাষ হয়েছে ৪০৫০ হেক্টর জমিতে। যা গত বছরের চেয়ে ১৫ হেক্টর বেশি। তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, স্লীপ প্রকল্প, পার্টনার প্রকল্প এবং রাজস্ব অর্থায়নে বিভিন্ন পর্যায়ের প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ এবং বালাইনাশক প্রদান করা হয়। প্রতি বিঘা জমিতে প্রায় ৪-৫ মন সরিষা উৎপাদন হয়, প্রতি মন সরিষার বর্তমান বাজার মূল্য ২৮০০-৩৬০০ টাকা।
বীরগাঁও ইউনিয়নের নজরদৌলত গ্রামের মো. জাকির হোসেন তার চাষকৃত ৫০ শতক ও মানিক মিয়া ৫০ শতক। কেদরখোলা গ্রামের বাড্ডার হোসেন ৫০ শতক।
নাটঘর ইউনিয়নের কৃষক আমানউল্লাহ ৯ বিঘা জমিতে সরিষা আবাদ করেছেন তিনি জানান, মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার কর্তৃক নিয়মিত পরামর্শ পাচ্ছি, এবার ফলন ভালো হবে বলে তিনি আশা করেন।
প্রতিটি জমিতেই তাজা সবুজ সরিষা গাছগুলোতে হলুদ ফুলে ফুলে ভরে ওঠায় কৃষকের মুখে হাসি ফুটতে শুরু করেছে। সরেজমিনে এ সমস্ত এলাকা পরিদর্শনে দেখা গেছে, ইতোমধ্যে কোন কোন জমিতে তাজা সরিষা ফুল/কোন জমিতে ফুল ঝড়তে শুরু হয়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে-চলতি
বিআরইউ