Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বরিশালে বিএনপির লিফলেট বিতরণ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জানুয়ারি ১৭, ২০২৫, ০২:৪৪ পিএম


বরিশালে বিএনপির লিফলেট বিতরণ

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপির।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বরিশালের সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন নেতৃবৃন্দ।

শুক্রবার সকালে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়ার নেৃতৃত্বে নগরীর সিটি মার্কেট এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করা হয়।

পরে নগরীর বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্ক্ষা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন।

সেই দাবি জনগণের মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই বরিশাল মহানগর বিএনপির নেতাকর্মীদের নিয়ে সেই দাবি জনগণের কাছে পৌঁছে দিচ্ছি।

ইএইচ

Link copied!