Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

গ্রেপ্তার ১

কালিয়াকৈরে সাবেক মন্ত্রীসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

জানুয়ারি ১৭, ২০২৫, ১১:৫২ পিএম


কালিয়াকৈরে সাবেক মন্ত্রীসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুরের কালিয়াকৈরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ৩৮ জনের নামে একটি মামলা করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে মতিউর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলাটি করেন।

মামলাটির এক আসামিকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি গ্রহণ করা হয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মৌচাক ইউনিয়নের জামতালা এলাকার আকরাম আলীর ছেলে ও মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছামান উদ্দিন (৬০)।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন- কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন শামীম, সাবেক উপজেলা চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান সিকদার, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বেলালী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন।

ইএইচ

Link copied!