Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

চাটখিলে সাবেক এমপি কামরানের মতবিনিময় সভা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২৫, ০৩:৩০ পিএম


চাটখিলে সাবেক এমপি কামরানের মতবিনিময় সভা

নোয়াখালীর চাটখিলে বিভিন্ন এলাকায় মতবিনিময় করেছেন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন কামরান।

শুক্রবার দিনব্যাপী চাটখিলের বিভিন্ন এলাকা গণসংযোগ শেষে চাটখিল আজিজ সুপার মার্কেটের সামনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে বিকালে মতবিনিময় সভা করেন।

নোয়াখালী- ১ (চাটখিল- সোনাইমুড়ী আংশিক) উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী তিনি। বিগত ১৯৯১ থেকে তিনি চাটখিল আসনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি সংসদ সদস্য থাকা অবস্থায় চাটখিল প্রেসক্লাবের ভূমিসহ চাটখিলে পৌরসভা, হাসপাতাল দুইটি মহাবিদ্যালয় পল্লীবিদ্যুৎ এবং গ্যাসের সংযোগ তার একান্ত প্রচেষ্টায় চাটখিলে আনা হয়। তিনি চাটখিলের প্রায় শহশ্রাধীক লোকের সরকারি এবং বেসরকারি চাকুরির ব্যবস্থা করে দেন। এছাড়াও রাস্তাঘাট ব্রিজ কালভার্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন সাধন করেছেন।

গণসংযোগ চলাকালে সালাহউদ্দিন কামরান জনগণের উদ্দেশ্য বলেন, বিগত সময় তিনি সংসদ সদস্য থাকা অবস্থায় চাটখিলের উন্নয়ন সাধন করেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে চাটখিল-সোনাইমুড়ি আসনে একটি আধুনিক ও মডেল এলাকায় হিসেবে রূপান্তর করা হবে। শিক্ষা চিকিৎসা কৃষিকাজের উপরে ব্যাপক গুরুত্ব সহকারে কাজ করা হবে।

গণসংযোগ শেষে চাটখিল পৌর শহরের আজিজ সুপার মার্কেটের সামনে বিভিন্নস্তরের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময় করেন।

ইএইচ

Link copied!