Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আজহারীর মাহফিলে মোবাইল চুরির হিড়িক

মহসীন ইসলাম শাওন, লালমনিরহাট

মহসীন ইসলাম শাওন, লালমনিরহাট

জানুয়ারি ১৮, ২০২৫, ০৮:১৫ পিএম


আজহারীর মাহফিলে মোবাইল চুরির হিড়িক

লালমনিরহাটে বিশিষ্ট ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে অংশ নিতে আসা মানুষের ভিড়ে ঘটেছে অপ্রত্যাশিত এক ঘটনা।

শত শত মানুষ তাদের মোবাইল ফোন হারানোর অভিযোগ করছেন। ওয়াজের স্থানটি ছিল কানায় কানায় পূর্ণ, যেখানে হাজারো মানুষ ইসলামিক আলোচনা শুনতে এসেছিলেন।

মাহফিল চলাকালীন সময়ে উপস্থিত লালমনিরহাট প্রতিনিধি সাংবাদিক আমিনুল ইসলাম রকি, দর্শক ও অংশগ্রহণকারী তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন হারিয়েছেন বলে অভিযোগ করেন।

চুরির ঘটনা এতটাই ব্যাপক যে, স্থানীয় থানায় এক রাতেই বেশ কয়েক ডজন সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক বলেন, ‘ওয়াজ শুনতে এসে বুঝতেই পারিনি কখন আমার মোবাইলটি চুরি হয়ে গেল। এটি শুধু আমার নয়, অনেকের ক্ষেত্রেই ঘটেছে।’

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-নবী জানান, ‘ওয়াজ মাহফিলে মোবাইল চুরির বিষয়ে বেশ কিছু জিডি আমরা গ্রহণ করেছি। চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং চোরদের ধরতে অভিযান চালানো হচ্ছে।’

মাহফিলের আয়োজক কমিটির একজন কো-অর্ডিনেটর রায়হান রাজ জানিয়েছেন, ‘মাহফিলটি নির্বিঘ্নে আয়োজন করতে আমরা সচেষ্ট ছিলাম। তবে এই ধরনের ঘটনা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।’

ইএইচ

Link copied!