Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

মোয়াজ্জেম হোসেন হেলাল

বাংলাদেশের রাজনীতির ধারা পাল্টে দিতে চায় জামায়াত

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জানুয়ারি ১৯, ২০২৫, ০৩:০৬ পিএম


বাংলাদেশের রাজনীতির ধারা পাল্টে দিতে চায় জামায়াত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, বাংলাদেশের রাজনীতির ধারা পাল্টে দিতে চায় জামায়াত। জামায়াতে অনেক দেশের সেবক তৈরি হয়েছে। দেশ ও জাতির জন্য কর্মীদের প্রস্তুত করতে আমীরে জামাত ডা. শফিকুল রহমান বরিশালে আসছেন। এছাড়া মাঠে রাজনৈতিকভাবে কীভাবে কাজ করতে হবে সেই নির্দেশনাও দিবেন তিনি।

রোববার বরিশাল নগরীর একটি রেস্তোরাঁয় আগামী ২১ জানুয়ারি বরিশালের জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনেকে কেন্দ্র করে আমীরে জামায়াতের আমীরের আগমন উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি বিষয়ে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, বিভিন্ন পরিস্থিতির কারণে জাতির সামনে নিজেদের কথা ও কর্মকাণ্ড তুলে ধরতে পারেনি জামায়াতে ইসলামী। তবে পরিবর্তিত এই পরিস্থিতিতে নিজেদের তুলে ধরতে কাজ করছে জামায়াতে ইসলামী। সবার সামনে নিজেদের তুলে ধরতেই বরিশালে আসছে আমীরে জামাত ডা.শফিকুল রহমান।

এদিকে মতবিনিময় সভায় বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেছেন, বরিশাল জেলা ও মহানগরের ৪ থেকে ৫ লাখ কর্মীদের নিয়ে বরিশালে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।

নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে আয়োজিত সম্মেলনে ইতিহাসের সবচেয়ে বড় কর্মী সম্মেলন হবে বলে জানান তিনি। একই দিন সকাল ৯টায় শিল্পকলা একাডেমিতে মহিলাদের নিয়ে কর্মী সম্মেলন হবে। জামায়াতের বিরুদ্ধে যত অভিযোগ ছিল সব খণ্ডানোর চেষ্টা করা হবে সম্মেলনে।

সভায় জামায়াতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!