দিনাজপুর প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৫, ০৫:৩৫ পিএম
দিনাজপুর প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৫, ০৫:৩৫ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
আগামী ২৫ জানুয়ারি দিনাজপুর গোর-এ-শহীদ বড়ময়দানে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।
রোববার সকাল ১১টায় কর্মী সম্মেলন উপলক্ষে দিনাজপুর বড়ময়দানে সম্মেলনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানসহ নেতৃবৃন্দ।
মাঠ পরিদর্শনের সময় কর্মী সম্মেলনের মঞ্চ তৈরি, মাঠে উপস্থিত কর্মী, দর্শক ও শ্রোতাদের অবস্থানসহ বিভিন্ন বিষয়ে দায়িত্বশীলদের দিক নির্দেশনা দেন জামায়াতের কেন্দ্রীয় ও অঞ্চলের নেতৃবৃন্দ।
পাশাপাশি আগামী ২৫ জানুয়ারি দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনের প্রস্তুতি কমিটির সদস্য ও উপকমিটির সদস্যদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার পরামর্শ দেন তিনি।
এ মাঠ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দিন মোল্লা, সাবেক জেলা আমির আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, সহকারী সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকত, দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সেক্রেটারি মাসুদ রানা, জেলা উত্তর সভাপতি রাসেল রানা, জেলা দক্ষিণ সভাপতি সাজিদুর রহমান সাজু সহ অন্যান্য জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯ টায় পাহাড়পুরে অবস্থিত জেলা জামায়াত কার্যালয়ে কর্মী সম্মেলন বাস্তবায়নে বিভিন্ন উপ-কমিটির প্রধান ও দায়িত্বশীলদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল প্রমুখ।
ইএইচ