মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৫, ০৫:৫৬ পিএম
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৫, ০৫:৫৬ পিএম
বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম একেএম মোশাররফ হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মুক্তাগাছায় দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার বিএনপির উদ্যোগে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনভর পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে এ কম্বল বিতরণ করেন।
সকালে উপজেলার ৪নং কুমারগাতা ইউনিয়ন, দুপুরে পৌর সভায়, বিকালে ৫নং বাঁশাটি ইউনিয়ন ও ৭নং ঘোগা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে দোয়া ও কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
পৌর পাঠাগার মুক্তমঞ্চে পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে বিএনপির বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু ছাড়াও অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহিদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাসান, আহ্বায়ক মতিউর রহমান খোকন, হাফিজুর রহমান মঞ্জু, এটিএম ইলিয়াস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানী টুটুল, যুব নেতা মহসিন আহমেদ সুমন, ঘোগা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।
এদিন পৌরসভা ও তিনটি ইউনিয়নে এক হাজার করে মোট চার হাজার কম্বল বিতরণ করা হয়।
ইএইচ