কুড়িগ্রাম প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৫, ০৬:০৫ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৫, ০৬:০৫ পিএম
মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
রোববার সকালে দলীয় পতাকা উত্তোলন ও পরে দুপুরে দাদা মোড়ে আলমাস কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, সাবেক উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ, সাবেক সাংগঠনিক সম্পাদক সহিরুজ্জামান সাজু, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক পৌর বিএনপি মহিউদ্দিন জাহাঙ্গির, জেলা বিএনপির সাবেক সদস্য আজিজুল হক, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহেদ রানা, কৃষকদলের আহ্বায়ক রিপন রহমান, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, জেলা জাসাস আহ্বায়ক সজীব, মৎস্যদলের মহুবর রহমান প্রমুখ।
পরে জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামাদলের আহ্বায়ক মাওলানা ফজলুল হক।
ইএইচ