সফিক ইসলাম, পাবনা
জানুয়ারি ২০, ২০২৫, ১১:১৭ এএম
সফিক ইসলাম, পাবনা
জানুয়ারি ২০, ২০২৫, ১১:১৭ এএম
‘শীতের উষ্ণতায় ভালোবাসার স্পর্শ’ এ স্লোগানকে সামনে রেখে পাবনায় নিরাপদ সড়ক আইন সচেতনতামূলক সংগঠন ইয়েলো ল্যাম্প মাদরাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র (হুডি) বিতরণ করেছে।
রোববার পাবনা সদরের আতাইকুলা থানার সারদিয়ার জান্নাতুল মাওয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার কোমলমতি শিশুদের হাতে উপহার তুলে দেয়া হয়।
মাদরাসা সুপার বলেন, ছোট বাচ্চারা শীতে ভীষণ কষ্ট করে এটা পেয়ে খুবই আনন্দিত হলাম নামাজ পড়ে উনাদের জন্য দোয়া করবো।
সংগঠনের সভাপতি মো. শহিদুল্লাহ উজ্জ্বল বলেন, আমরা সবসময় মানুষের জন্য ভালো কাজ করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এই মাদরাসার খোঁজ পেয়ে কোমলমতি কোরআনের পাখিদের মাঝে উপহার পৌঁছে দিলাম। মানুষ হয়ে মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাদরাসার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ইয়েলো ল্যাম্প সদস্য এম এইচ মোস্তফা, কৌশিক হোসাইন, এস এম সালাহউদ্দিন সোহাগ, মো. দুলাল শেখ, মো. সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সরকার মাহবুবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
ইএইচ