তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৫, ১২:১৫ পিএম
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৫, ১২:১৫ পিএম
সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে তালা উপশহর বারুইহাটি খাল উপজেলা সরকারি মৎস্য খামার থেকে কপোতাক্ষ নদ পর্যন্ত সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল কর্মসূচিটি উদ্বোধন করেন।
এ সময় তিনি খালের ধারে বসবাসকারীদের বাড়ি বাড়ি গিয়ে ময়লা আবর্জনা খালসহ আশেপাশে না ফেলার পরামর্শ দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের নির্দেশনা ক্রমে ও জেলা প্রশাসক স্যারের পরামর্শে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আমরা তালার বারুইহাটি খাল উপজেলা মৎস্য খামার থেকে শুরু করে কপোতাক্ষ নদ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরিকল্পনা গ্রহণ করেছি। স্কেভেটর মেশিন দিয়ে খাল খননের কাজ শুরু হয়েছে। আমি খালপাড়ে বসবাসকারীদের পরামর্শ দিব কেউ যেন খালে ময়লা আবর্জনা না ফেলেন। যদি কেউ এই পরামর্শ গ্রহণ না করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান, মো. তারিক ইমাম, আনিষা ক্লিনিকের স্বত্বাধিকারী জোয়ার্দ্দার ফারুক হোসেন, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, নাগরিক কমিটির নেতা রেজাউল ইসলাম রেজা, সাংবাদিক সেলিম হায়দার, সেকেন্দার আবু জাফর বাবু, কে এম শাহীনুর রহমানসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইএইচ