Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

বিস্ফোরক আইনের মামলায় কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ২০, ২০২৫, ০১:১১ পিএম


বিস্ফোরক আইনের মামলায় কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিস্ফোরক আইনের মামলায় কিশোরগঞ্জের নিকলী উপজেলা আওয়ামী লীগ নেতা আল আমিনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১ উত্তরা ও র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা রোববার বিকাল সাড়ে ৩টার দিকে যৌথ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১নং সেক্টর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আল আমিন নিকলী উপজেলার পূর্বগ্রাম গ্রামের গোলাপের ছেলে এবং নিকলী উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।

র‌্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম জানান, মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারে পদক্ষেপ গ্রহণ করে। রোববার বিকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১নং সেক্টর এলাকা থেকে আল আমিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাকে নিকলী থানায় হস্তান্তর করা হয়।

ইএইচ

Link copied!