Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

সুগন্ধা নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

নলছিটি প্রতিনিধি

নলছিটি প্রতিনিধি

জানুয়ারি ২০, ২০২৫, ০৩:৫৩ পিএম


সুগন্ধা নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর ১টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন এলাকায় সুগন্ধা নদীর তীর থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নদীর তীরে নবজাতকটির লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে তারা এসে উদ্ধার করে। নবজাতকের বয়স আনুমানিক ৫ দিন হবে। কিছুদিন আগে পাঁচ দিনের এক নবজাতককে দপদপিয়া সেতুর ওপর থেকে কীর্তনখোলা নদীতে ফেলে দিয়েছেন তার মা। হয়তোবা সেই নবজাতকটি হবে।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তার বয়স আনুমানিক ৫ দিন হবে।

ইএইচ

Link copied!