Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

দুমকিতে ছাত্রাবাসে হামলা ও ছাত্রদের ভয়ভীতি দেখানোর প্রতিবাদে বিক্ষোভ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

জানুয়ারি ২০, ২০২৫, ০৪:৩১ পিএম


দুমকিতে ছাত্রাবাসে হামলা ও ছাত্রদের ভয়ভীতি দেখানোর প্রতিবাদে বিক্ষোভ

পটুয়াখালীর ঐতিহ্যবাহী পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসায় কতিপয় প্রাক্তন শিক্ষার্থী ও বহিরাগতের অনুপ্রবেশ ছাত্রাবাস ভাঙচুর, সাধারণ শিক্ষার্থীদের ভীতি প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসায় অধ্যায়নরত সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসে এ প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, আলিম ১ম বর্ষের শিক্ষার্থী মো: জাবের হোসাইন, ২য় বর্ষের মো: রবিউল ইসলাম, ও মো: রেজাউল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, গত রবিবার সকালে নাঈম বিশ্বাস, সিরাজুল ইসলামের নেতৃত্বে কতিপয় সাবেক শিক্ষার্থী ও বহিরাগত লোকজন মাদ্রাসায় প্রবেশমুখে দাঁড়িয়ে থেকে শিক্ষার্থীদের মাদ্রাসায় ঢুকতে বাধা দেয়। ছাত্রাবাসের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে গেলে তাদেরকে জোরপূর্বক বের করে দেয় এবং শিক্ষকদের সাথে অশোভন আচরণ করে। এতে শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত হয়ে পরে। এখনও তারা শিক্ষার্থীদের ভীতি দেখাচ্ছে, ক্যাম্পাস থেকে চলে যেতে হুমকি দিচ্ছে। এতে মাদ্রাসায় শিক্ষার পরিবেশ বিনস্ট হয়েছে। বহিরাগতের অনুপ্রবেশ রোধ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মাদ্রাসার অধ্যক্ষ, ইউএনও এবং গভর্নর বড়ির সভাপতি বরাবর স্মারক লিপিও পেশ করার ঘোষণা দেয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: ওসমান শামীম বলেন, অসৎ উদ্দেশ্যে কতিপয় সাবেক শিক্ষার্থী ও বহিরাগত লোকজন ভিত্তিহীন অভিযোগে মাদ্রাসায় হট্টগোল বাধানোর অপচেষ্টা করছে। তারই অংশ হিসেবে রবিবার তারা বিনানুমতিতে মাদ্রাসায় ঢুকে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে ক্লাশ থেকে বের করে দেয় এবং হোস্টেলে তাণ্ডব চালিয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও গভর্ণিংবডিকে অবহিত করেছি।

উল্লেখ গতরবিবার বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ব্যানারে মাদ্রাসার নতুন গভর্নিং বডি গঠনে স্বচ্ছতা ও অধ্যক্ষের আর্থিক অনিয়মের অভিযোগ তুলে মাদ্রাসার সামনে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিয়েছে।

আরএস

Link copied!