Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

টাঙ্গাইলে তারুণ্যের উৎসবে নানা কর্মসূচি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

জানুয়ারি ২০, ২০২৫, ০৫:৩৮ পিএম


টাঙ্গাইলে তারুণ্যের উৎসবে নানা কর্মসূচি

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে টাঙ্গাইলে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান, গ্রিন স্কুল ক্যাম্পেইন সহ নানা কর্মসূচি পালন করা হয়। সোমবার(২০ জানুয়ারি) সকালে জেলা প্রশাসন ও টাঙ্গাইল পৌরসভার আয়োজনের শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়। 

এদিন সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল সার্কিট হাউজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে ও বৃক্ষ রোপন করে গ্রিন স্কুল ক্যাম্পেইনের উদ্বোধন করেন, জেলা প্রশাসক শরীফা হক। 

এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থপনা) নাফিসা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন বিকালে জেলা স্টাফ কোয়ার্টারে মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিচালনা করা হয়।

আরএস

 

Link copied!