Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

রাজারহাটে দুইদিনে দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ২০, ২০২৫, ০৫:৫১ পিএম


রাজারহাটে দুইদিনে দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে দুদিনে দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ।

সোমবার দুপুরে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক,কুড়িগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য বর্তমান চাকিরপশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম ও বিদ্যানন্দ ইউনিয়ন শাখা আওয়ামী লীগ সভাপতি,বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুল ইসলামকে রাজারহাট বাজার থেকে গ্রেফতার হয়।

গ্রেফতার আবদুস সালাম চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামের বাসিন্দা ওসমান আলী ব্যাপারির পুত্র ও বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামী সভাপতি ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম মন্দির মৌজার বাসিন্দা মৃত নুর ইসলামের পুত্র।

রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি)মো: আশরাফুল ইসলাম গ্রেফতার সত্যতা নিশ্চিত করে বলেন রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরএস
 

Link copied!