বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৫, ০৬:৪৯ পিএম
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৫, ০৬:৪৯ পিএম
বরিশালের বাকেরগঞ্জে প্রায় ১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রবিবার রাতে বাকেরগঞ্জ থানার এস আই তোফাজ্জেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেন।
গ্রেফতারকৃত আসামি মো. শহিদুল ইসলাম উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত সত্তার হাওলাদারের ছেলে।
জানা যায়, নলছিটি থানার মোটরসাইকেল চালক এক যুবককে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন মো. শহিদুল ইসলাম।
বাকেরগঞ্জ থানার এস আই তোফাজ্জল হোসেন জানান, ২০০৮ সালে নলছিটি থানা এলাকায় এক মোটরসাইকেল চালককে হত্যা করে মোটর সাইকেল ছিনিয়ে নেয় একটি চক্র। ওই সময় নলছিটি থানায় ভুক্তভোগী পরিবার একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নাম্বার জিআর ২৬/০৯। ওই মামলায় অন্যান্য আসামিরা গ্রেপ্তার হলেও শহিদুল ইসলাম পরিচয় গোপন রেখে ঘটনার পর থেকে দীর্ঘ ১৭বছর পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জ থেকে হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মো. শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২০ জানুয়ারি) সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরএস