Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

নাগরপুরে বিএনপি নেতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ২০, ২০২৫, ০৬:৫৭ পিএম


নাগরপুরে বিএনপি নেতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইলের নাগরপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, নাগরপুরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বিএনপি নেতা মো. আতিকুর রহমান (আতিক) এর উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার দপ্তিয়র ইউনিয়নের দপ্তিয়ার নজির আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই সরকার, সাধারণ সম্পাদক মো: বাবুল আক্তার, যুব দলের সদস্য সচিব মো: রবিউল ইসলাম নবী, ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: সালিম, শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও  স্থানীয় সুধীজন।

বিএনপি নেতা আতিকুর রহমান (আতিক) বলেন, এই শীতে গ্রামাঞ্চলে অনেক মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তাদের কথা চিন্তা করে আজকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। সমাজের যারা বিত্তবান আছেন তাদের সকলের উচিত এই মানুষগুলোর পাশে থাকা।

আরএস

Link copied!