জহিরুল হক রাসেল, কুমিল্লা
জানুয়ারি ২০, ২০২৫, ০৭:০৪ পিএম
জহিরুল হক রাসেল, কুমিল্লা
জানুয়ারি ২০, ২০২৫, ০৭:০৪ পিএম
‘এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই’ এই স্লোগানে জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে তারুণ্য উৎসবের মাধ্যমে নতুন রূপে এবার শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল ) চলাকালীন তারুণ্যের উৎসব বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সার্বিক সহযোগিতায় এবং স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পর্যায়ে একদিন করে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ গুরুত্বপূর্ণ শীর্ষক কর্মশালার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তারুণ্যের আগামী বাংলাদেশে কোন ধরনের বৈষম্য থাকবেনা। সকল নাগরিকের জীবন, ব্যক্তি স্বাধীনতা ও সমতার অধিকার নিশ্চিত করতে হবে। সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক এবং কৃষি উন্নয়নে তারুণ্যের ভূমিকা আগামী বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তরুণরা সন্ত্রাস,মাদক, ইভটিজিং মুক্ত সমাজ বিনির্মাণ করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফারুক আহম্মদ,কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ জালাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি স্কুল ও কলেজ, মাদরাসার শিক্ষক,শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ আদর্শ সদর উপজেলা পর্যায়ে বিভিন্ন স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে বির্তক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য সম্মত শৌচাগার, হাত ধোঁয়ার, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ডেঙ্গু মোকাবেলা প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা, তরুণদের অংশ গ্রহণ ও সহযোগিতায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং বর্জ্য-শূন্যতার প্রচার, জুলাই -আগস্ট ২০২৪ সালের অভ্যুত্থানে শহীদ আহত ও অসমর্থ যুবকদের আর্থি সহায়দা প্রদান। স্থানীয় প্রশাসনের সাথে সম্পৃক্ত হয়ে রচনা প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা আঞ্চলিক খেলাধুলা ও জুলাই ৩৬ সংক্রান্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আরএস