নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২০, ২০২৫, ০৮:০৮ পিএম
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২০, ২০২৫, ০৮:০৮ পিএম
৫ আগস্ট সরকার পতনের পর জায়গা জমি, ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত ঝামেলার সবকিছুই দেখেন তিনি, মোটা অঙ্কের টাকা দিলে মিলে সমাধান, পুরো উপজেলার মানুষ অসহায় হয়ে পড়েছে এই বিএনপি নেতার কারণে। রেহাই পায়নি নিজদলের কর্মীরাও। শেষ পর্যন্ত জেলেদের সমুদ্রে মাছ ধরার হার পর্যন্ত দখল করেন এই নেতা।
অভিযুক্ত ব্যক্তি হলেন নোয়াখালী জেলার দ্বীপ হাতিয়ার বুড়ির চর ইউনিয়নের বিএনপি সভাপতি কাফি ফরাজীর এবং তার সহযোগী হিসাবে রয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুজ্জামান।
বুড়ির চর ইউনিয়নের জেলে বেলায়েত হোসেন দীর্ঘদিন ধরে সমুদ্রে এই হারের মাধ্যমে মাছ ধরে পরিবারের ভরণপোষণ করে আসছেন। তিনি বলেন কিছুদিন আগে কামরুজ্জামান আমার কাছে ১০ হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় সে আমার হারটি দখল করে এবং আমাকে সমুদ্রে যেতে নিষেধ করে। বিষয়টি উপজেলা বিএনপির সভাপতিকে জানালে তিনি কাফী ফরাজীকে সমাধানের জন্যে বললেও সে সমাধান না করে পরবর্তীতে তারা দুইজন মিলে দেড় লাখ টাকায় অন্য জেলের কাছে বিক্রি করে দেয়।’
শুধু সমুদ্র দখল করে ক্ষান্ত হননি,জমি দখল করে দেওয়া থেকে শুরু সব ধরনের তদবির মিলে তাদের কাছে। আরেক ভুক্তভোগী হলেন বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ছাত্রদল সভাপতি ওমান প্রবাসী সাহাব উদ্দিন।তিনি বলেন, ‘আমার ক্রয়কৃত জমি আওয়ামী লীগের সময় দখল হয়ে যায়। ৫ আগস্টের পর আমি বাড়িতে ছিলাম। তখন ৫০ হাজার টাকায় কামরুজ্জামানের সহযোগী ইলিয়াস জমি উদ্ধার করে দিবে বলে। আমি তাদের টাকা দিলেও তারা জমি উদ্ধার করতে পারেনি। আমি দেশে থাকতে তারা ২০ হাজার টাকা দেয়। তারপর ওমানে ফিরে আসার পর বাকি টাকা চাইলে তারা দিবে না বলে সাফ জানিয়ে দেয়। আমি বিষয়টি নিয়ে অনেককে বললেও কারও কাছে বিচার পাইনি।
নাম প্রকাশের অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা কর্মীরা বলেন ৫ আগস্টের পর কাফি ফরাজি এবং কামরুজ্জামান বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্মে করছে। বিশেষ করে সালিশ বাণিজ্য, অন্যের জায়গা দখল সহ নানা অপকর্ম।তাদের বিষয়ে মুখ খুললে ভয় দেখানো হয়।
পুরো বিষয়টি অস্বীকার করেন ইউনিয়ন বিএনপির সভাপতি কাফি ফরাজি ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান।তারা বলেন হাতিয়া উপজেলা ৮ টি গ্রুপে রয়েছে বিএনপির, ৫ তারিখের পর তারেক রহমানের নির্দেশ অমান্য করে যারা সভাসমাবেশ করে দল থেকে বহিষ্কার তারা আমার পিছনে লেগেছে, পুরোটি বিষয়টি মিথ্যা, আমার নামে ষড়যন্ত্র চলছে।
এবিষয়ে উপজেলা বিএনপি`র সভাপতি ফজলুল হক খোকন বলেন, দলের নাম ভাঙ্গিয়ে এ সমস্ত কাজ করার কোন সুযোগ নেই। আমরা সাধারণ মানুষের জন্য রাজনীতি করি। ৫ তারিখের পর আমাদের নেতা তারেক রহমানের কঠিন নির্দেশনা রয়েছে । কাফি ফরাজি এবং কামরুজ্জামানে বিরুদ্ধে যে বিষয়গুলো উঠে এসেছে এর সঠিক প্রমাণ মিললে দ্রুত সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
আরএস