বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৫, ০২:৫৩ পিএম
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৫, ০২:৫৩ পিএম
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগমের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে তিনি বাসাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আকলিমা বেগমকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেয়ামত উল্লাহ, প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, উপদেষ্টা আশিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, সাবেক সভাপতি শহিদুল ইসলামসহ বাসাইল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
এ সময় সাংবাদিকরা উপজেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
নবাগত ইউএনও উপজেলার বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।
আকলিমা বেগম ৩৫তম বিসিএস (প্রশাসন)-এ উত্তীর্ণ হন। তিনি ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডার অ্যাসোসিয়েশনের চতুর্থ কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি লালমনিরহাট জেলার বাসিন্দা।
ইএইচ