আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর
জানুয়ারি ২১, ২০২৫, ০৩:৩৯ পিএম
আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর
জানুয়ারি ২১, ২০২৫, ০৩:৩৯ পিএম
শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কটি দেশের ২১টি জেলার আমদানি-রপ্তানি বাণিজ্য ও পণ্য পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট।
এই মহাসড়কে ইদানীং ডাকাত ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় শরীয়তপুর-চাদপুর মহাসড়ক যেন ক্রমেই পরিণত হচ্ছে ডেঞ্জার জোনে। মহাসড়কে ঘন কুয়াশা, কৃত্রিম যানজটের পাশাপাশি বিশৃঙ্খলা কিংবা দুর্ঘটনার কারণে গাড়িতে ডাকাতির ঘটনা ঘটছে হরহামেশাই।
গাড়ি থেকে পণ্য চুরি ও ডাকাতির পাশাপাশি চালকদের বিশ্রামের সময় গাড়ির কাগজপত্রও চুরি করা হচ্ছে। গত ১০ দিনে তিনটি ঘটনার দেখে এমনটাই ধারণা করা যেতে পারে যে, মহাসড়ক যেন দখলে নিয়েছে অপরাধীচক্র।
অন্যদিকে অনেক সময় মামলা নিতেও গড়িমসি করে সংশ্লিষ্ট থানা পুলিশ। তবে ভুক্তভোগীরাও বলছেন, মহাসড়কে হাইওয়ে কিংবা থানা পুলিশের কোনো নজরদারি নেই। ফাঁকা সড়কেও দৃশ্যমান নয় পুলিশি তৎপরতা। বিশেষ করে রাত গভীর হলেই শরীয়তপুর-চাঁদপুর মহাসড়ক অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়। কিন্তু রাতভর যাদের থাকার কথা, সেই পুলিশের কোনো উপস্থিতি খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।
পণ্যপরিবহন মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, সরকার পরিবর্তনের পর পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় ভূমিকার কারণে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে ছিনতাইকারীদের উৎপাত বেড়ে গেছে। এরা সুযোগ বুঝে চালককে জিম্মি করে বিভিন্ন পণ্য লুট করে নিয়ে যাচ্ছে। এতে করে বিপাকে পড়ছেন আমদানি-রপ্তানিকারকরা।
চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে আসা কাভার্ডভ্যান চালক মামুনুর রশীদ বলেন, ওইদিন আমি মালামাল নিয়ে যশোর যাচ্ছিলাম। চাঁদপুর ফেরি পার হয়ে ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিসের সামনে গেলে হঠাৎ একটি মোটরসাইকেল এসে আমার গাড়ির সামনে আড়াআড়িভাবে রাখে এবং আমাকে থামতে বলে। আমি থামার সঙ্গে, সঙ্গে দুজন আমার গাড়িতে উঠে আমাকে মারধর শুরু করে। এরপর আমার সাথে থাকা টাকাপয়সা ছিনিয়ে নিয়ে যায়। আমি ৯৯৯ কল দিলে তারা আমার গাড়ির গ্লাস ভেঙে পালিয়ে যায়। আমি থানায় গিয়ে ডাকাতির অভিযোগ করতে চাইলে পুলিশ অভিযোগ না নিয়ে আমাকে চুরির অভিযোগ দিতে বলে। পরে আমি নিরুপায় হয়ে চুরির অভিযোগ দিয়ে চলে আসি।
রবিউল নামে এক ট্রাক ড্রাইভার জানান, কিছুদিন আগে তিনি ফরিদপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। ভেদরগঞ্জ উপজেলার মোল্লার হাট বাজারের কাছাকাছি পৌঁছালে কয়েকজন মুখোশ পরা লোক গাড়ি থামিয়ে তাকে মারধর করে, সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা ও ফোন নিয়ে যায়। এর পর হয়রানির ভয়ে তিনি থানায় অভিযোগ করার সাহস পাননি।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার ভেদরগঞ্জ (সার্কেল) মুশফিকুর রহমান বলেন, রাতে ডিউটিতে আমাদের টহল পুলিশ থাকে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনার বিষয়ে আমরা জানা নেই। তবে কেউ কখনো আমাদের কাছে এসে অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
ইএইচ