সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৫, ০৪:৩৮ পিএম
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৫, ০৪:৩৮ পিএম
গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির কাউন্সিল উপলক্ষ্যে মনোনয়নপত্র জমা নেয়ার কাজ সম্পন্ন হয়েছে।
জমা দেয়ার পরপরই নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্ধারিত নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু করেছেন।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র যাচাইয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তারা পূর্ণ প্রস্তুতি নিয়েছেন। এ প্রক্রিয়ায় প্রার্থীদের জমা দেওয়া কাগজপত্র, দলীয় শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকার এবং অন্যান্য প্রয়োজনীয় শর্ত যাচাই করা হচ্ছে।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ নিচ্ছে। বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও এই কার্যক্রমে সহযোগিতা করছেন।
আগামী কয়েকদিনের মধ্যেই যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
ইএইচ