Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

তাহিরপুরে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

তাহিরপুর প্রতিনিধি

তাহিরপুর প্রতিনিধি

জানুয়ারি ২১, ২০২৫, ০৫:৪১ পিএম


তাহিরপুরে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে ইউনিয়নের কলাগাঁও বাজারে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।

তাহিরপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবুল কালামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক আলহাজ্ব আনিসুল হক।

সমাবেশে তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ আলী, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি মোশাহীদ আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজ্বী মো. আব্দুস সামাদ, ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক শামছুদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাদল মিয়া, তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান, উপজেলা যুবদলের সদস্য হোসাইন মোহাম্মদ গাজী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবি, ক্রীড়া সম্পাদক ইমরান শাহ্, উপজেলা নবীনদের সাধারণ সম্পাদক রাজু আহমেদ-সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!