Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাল্যবিবাহ প্রতিরোধ

কনের বাড়িতে কাজির আগে উপস্থিত ইউএনও

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম)

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম)

জানুয়ারি ২১, ২০২৫, ০৫:৫৮ পিএম


কনের বাড়িতে কাজির আগে উপস্থিত ইউএনও

চট্টগ্রামের সন্দ্বীপে ১৫ বছর দুই মাস  বিশ দিন  বয়সী সাদিয়া আকতার নিতু নামে এনাম নাহার বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীকে বিয়ে দেওয়ার চেষ্টা করে পরিবার। খবর পেয়ে ওই বাল্যবিবাহ বন্ধ করেছেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪.৩০ মিনিটে  উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মফিজুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আগামী রবিবার  বিয়ের সব আয়োজনই ছিল সেখানে। অপেক্ষা আর মাত্র শুধু কাজি আসার কয়েকদিন। তবে এর মধ্যে বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।

পরে তিনি বাল্যবিবাহের সত্যতা পেয়ে বিয়ে বন্ধ করে দেন এবং ওই কিশোরীর প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার নিষেধাজ্ঞা দেন পরিবারকে। এবং নিতুর বাবা অনুপস্থিতিতে তার মা নাসরিন বেগম ও নানা মফিজুর রহমান থেকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে লিখিত অঙ্গীকারের সাক্ষর নেয়া হয়।

এ নিয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা  বলেন, ‘ন্যাশনাল হেল্প লাইন থেকে বাল্যবিবাহের বিষয়টির তথ্য পেয়ে তাৎক্ষণিক ওই এলাকায় গিয়ে বিয়ে বন্ধ করে দিই। প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার বিষয়ে আইনি নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর পরও যদি বিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে জেল বা যেকোনো আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।

বিআরইউ

Link copied!