কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৫, ০৭:১৮ পিএম
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৫, ০৭:১৮ পিএম
গাজীপুরের কালীগঞ্জে বিএনপি, যুবদল ও ছাত্রদলের আয়োজনে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মরণে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে কালীগঞ্জ যুবদলের সদস্য মো. জাইদুল ইসলাম মানু, কালীগঞ্জ পৌর বিএনপির ক্রীড়া সম্পাদক মো. কাওছার আহমেদ কাজল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিউদ্দিন খান রিমেল এর যৌথ উদ্যোগে কালীগঞ্জ আর আর এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট উদ্বোধনী ঘোষণা করেন কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান মাস্টার।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মো. সোলাইমান আলম। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সহ সভাপতি মো. আলমগীর হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান।
পৌর যুবদলের যুগ্ম আহব্য়াক মো. শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আকবর, আহ্বায়ক মো. রাশিদুল হাসান রিপন, যুবদলের সদস্য মো. নাঈম ও বিশিষ্ট ব্যবসায়ী মো. নাদিমের যৌথ পরিচালনায় অন্যান্যের মাঝে কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মোমেন, কালীগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন মোল্লা, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক লাবিব হোসেন লাবু, সদস্য সচিব ইমরান হোসেন সৈকত, কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুল হাসান শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন প্রিন্স ও সদস্য সচিব হিমেল খান উপস্থিত ছিলেন।
বালীগাঁও জয়দেববাড়ী ও কালীগঞ্জ শিশু কিশোর একাদশ এর মধ্যে খেলায় প্রথমে জয়দেববাড়ী বেটিং করে ৯১ রানে অল আউট হয়। পরে কালীগঞ্জ শিশু কিশোর একাদশ ৬ উইকেটে ৯১ রান অর্জন করে ৪ উইকেটে জয় লাভ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন কালীগঞ্জ শিশু কিশোর একাদশ এ অধিনায়ক মৃদুল। এ খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মো. শাহ নেওয়াজ, মো. পনির খন্দকার ও মো. আক্রাম হোসেন।
ইএইচ