কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৫, ০৭:২১ পিএম
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৫, ০৭:২১ পিএম
বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বিভিন্ন বক্তব্যে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। দুস্থ ও অসহায় মানুষের সেবায় তিনি প্রতিনিয়ত সুদূর প্রবাস থেকেই কাজ করে যাচ্ছেন। এরই ফলশ্রুতিতে বিএনপি সারাদেশে আর্ত মানবতার সেবায় বিভিন্ন কাজ করে চলেছে।
তাঁরই ধারাবাহিকতায় কলমাকান্দা ও দূর্গাপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় বিনামূল্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ঔষধ বিতরণ ও চক্ষু সেবা, ফ্রি চক্ষু সেবা থেকে ৪৮০জন চোখের ছানি পড়া জটিল রোগী শনাক্ত করা হয়।
গতকাল ২০ শে জানুয়ারি সোমবার ৪৮০ জন রোগী থেকে ৪৬ জন রোগীকে ময়মনসিংহের বিএনএসবি আই হসপিটালে প্রথম ভাগে চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়। এই চিকিৎসা সেবার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি মা,মাটি, মানুষের দল, বিএনপি সর্বদা মানব সেবায় নিয়োজিত। দূর্গাপুর, কলমাকান্দায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং চক্ষু চিকিৎসা সেবার মাধ্যমে ৪৮০ জন ছানি পড়া রোগী শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে থেকে ৪৬ জন কে অপারেশন করা হয়েছে আগামী ১ মাসের মাঝে সবার অপারেশন নিশ্চিত করা হবে।
আরএস