Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বুড়িমারী স্থলবন্দরে বোল্ডার পাথর আমদানিতে মূল্য হ্রাসের দাবি আমদানিকারকদের

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

জানুয়ারি ২১, ২০২৫, ০৮:২৭ পিএম


বুড়িমারী স্থলবন্দরে বোল্ডার পাথর  আমদানিতে মূল্য হ্রাসের দাবি আমদানিকারকদের

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিবছর এই বন্দর থেকে সরকারের রাজস্ব আয় হয় শতকোটি টাকার বেশি। তবে, সম্প্রতি বন্দরটির নিকটবর্তী নতুন বন্দর গুলো চালুর কারণে ব্যবসায়ীরা কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছেন।

মঙ্গলবার (২১জানুয়ারি) দুপুরে আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বুড়িমারী স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি আবু রাইয়ান আশয়ারী (রছি)।

লিখিত বক্তব্য তিনি বলেন,ভারত ও ভূটান থেকে স্টোন বোল্ডার আমদানিতে বর্তমানে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা । ভূটান থেকে প্রতি মেট্রিকটন বোল্ডার ১৬ ডলার এবং ভারত থেকে ১০ ডলারে আমদানি করা হলেও বাজার পরিস্থিতি অনুযায়ী তা লাভজনক নয়।

তিনি আরো বলেন, গেল১৯ জানুয়ারি ২০২৫ তারিখে বুড়িমারী স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ভূটান থেকে তোর্শা ১৫ ডলার এবং সামসি ১৪ ডলারে এবং ভারত থেকে তোশা বোল্ডার ১০ ডলারে আমদানির করা হবে।এর উপরে মূল্য নির্ধারিত হলে  ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে এসব বোল্ডার পাথর আমদানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া কথাও জানান তিনি । বিষয়টি নিয়ে ভূটান রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও চ্যাংড়াবান্ধা রপ্তানিকারক অ্যাসোসিয়েশনকে ইতোমধ্যেই চিঠি প্রদান করা হয়েছে। 

এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আলহাজ্ব আমির হামজা, সিনিয়র সহ-সভাপতি জাকির সাদেক সওদাগর লিটন, সহ-সভাপতি রেজাউল করিম রেজওয়ান সহ ব্যবসায়ীবৃন্দ।

আরএস
 

Link copied!