Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চরফ্যাশনে কোস্টগার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

জানুয়ারি ২১, ২০২৫, ১১:৩১ পিএম


চরফ্যাশনে কোস্টগার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণজোন।

মঙ্গলবার রাতে মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড উপকূল/নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি দুস্থঃ ও নিম্ন আয়ের মানুষদের মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট চরমানিকা কর্তৃক ভোলার চরফ্যাশন উপজেলাধীন চরমানিকা এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে তিন শতাধিক অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পেইনের নেতৃত্ব দিয়েছেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার আরবা মো. শাওন মুরসালিন এলমান, এএমসি।

ইএইচ

Link copied!