Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শ্রীপুরে শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও শীতবস্ত্র বিতরণ

আব্দুল লতিফ আনসারী, শ্রীপুর (গাজীপুর)

আব্দুল লতিফ আনসারী, শ্রীপুর (গাজীপুর)

জানুয়ারি ২২, ২০২৫, ০৩:৫১ পিএম


শ্রীপুরে শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও শীতবস্ত্র বিতরণ

গাজীপুরের শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় গোসিঙ্গা কর্নপুর চৌরাস্তা বিএনপির দলীয় কার্যালয়ে আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

গোসিঙ্গা ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. লুৎফর রহমান আকন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা তাজউদ্দিন মোড়ল, ওলামাদলের নেতা মাওলানা মো. মোখলেস উদ্দিন কফিল, যুবদল নেতা সুমন আকন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপি নেতা আক্তার হোসেন আকন্দের তত্ত্বাবধানে দোয়া মাহফিল পরিচালনা করেন কর্নপুর জামিয়া হামিদিয়া দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা হাফিজউদ্দিন।

অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আরএস

Link copied!