বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২৫, ০৪:৫৬ পিএম
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২৫, ০৪:৫৬ পিএম
বরিশালের বাকেরগঞ্জে পোল্ট্রি খামার ও মাছের ঘেরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২২জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলসকাঠী ইউনিয়নের বাগদিয়া গ্রামে রেজা মোশারফের পোলট্রি খামার ও মাছের ঘেরে এ ঘটনা ঘটেছে।
অভিযোগ উঠেছে, উপজেলার কলসকাঠী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বাগদিয়া গ্রামের সোবাহান মীরা লুৎফর মীরা ও আসিক মীরার নেতৃত্বে ২০-২৫ জনের সশস্ত্র সন্ত্রাসীরা পোল্ট্রি খামার ও মাছের ঘেরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় রেজা মোশাররফ বাঁধা দিতে গেলে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম ও খামারে ভাঙচুর চালিয়ে তারা মুরগি ও মাছসহ অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে গেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।
খামার মালিক রেজা মোশাররফের পুত্র রেজা রিয়াদ অভিযোগ করেন, ‘বিবাদী সোবাহান মীরা, লুৎফর মীরা ও তার পরিবারের সদস্যরা জুলুমবাজ, দাঙ্গাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তার পিতা একজন সফল মৎস্য খামারি ও পোলট্রি ব্যবসায়ী। বিগত ৫-৬ বছর আগে তারা প্রায় ৫একর জমির উপর এ খামার গড়ে তুলেছেন। সোবাহান মীরা একজনের কাছ থেকে মাত্র ১০ শতাংশ জমি ক্রয় করে তার খামারের জমি দখল করতে চাইছে। জমি দখল করতে ব্যর্থ হয়েই বুধবার সকালে তাদের পোল্ট্রি খামার ও মাছের ঘেরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। তার আহত পিতাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তার পিতাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন বলেও জানান।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, ‘পোল্ট্রি খামার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় লিখিত অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরএস