Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কুমিল্লায় জনস্বাস্থ্য প্রকৌশলের উদ্যোগে তারুণ্যের উৎসব

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জানুয়ারি ২২, ২০২৫, ০৬:২৬ পিএম


কুমিল্লায় জনস্বাস্থ্য প্রকৌশলের উদ্যোগে তারুণ্যের উৎসব

‘এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই’ এই স্লোগানে জাতিকে ঐক্যবদ্ধ করারলক্ষ্যে তারুণ্য উৎসবের মাধ্যমে নতুন রূপে এবার শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল ) চলাকালীন তারুণ্যের উৎসব বাংলাদেশ বিনির্মাণে জনস্বাস্থ্য প্রকৌশলের অধিদপ্তর এর উদ্যোগে কুমিল্লা নজরুল ইনস্টিটিউটে বুধবার সকালে জেলার ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা-ই অধিক গুরুত্বপূর্ণ শীর্ষক আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তারুণ্যের আগামী বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবেনা। ডেঙ্গু মোকাবিলায় কুমিল্লায় সব এলাকায় সমান গুরুত্ব দেওয়ার তাগিদ।

জেলায় ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থায় বৈষম্য রয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশন অভিজাত এলাকাগুলোতে ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনের স্প্রে করা হলেও অনুন্নত ও সাধারণ এলাকাগুলোয় তা করা হয় না বলে অভিযোগ করেন তারা। একই সঙ্গে ডেঙ্গু এখন বর্ষাকালীন রোগ নয় উল্লেখ করে এডিস মোকাবিলায় বছরব্যাপী পরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ শামসুল তাবরীজ, কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ বিভিন্ন কলেজের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিআরইউ
 

Link copied!