দিনাজপুর প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২৫, ১০:১৯ পিএম
দিনাজপুর প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২৫, ১০:১৯ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার গত সাড়ে ১৫ বছরে কৃষকের কষ্টের প্রায় দুই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিনামূল্যে সার দেয়ার কথা বললেও দিতে পারেনি। ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধিসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি করেছে। যে কীটনাশক দিয়ে পোড়া মাকড় দমন করা হয়, আওয়ামী লীগের আমলে সেই কীটনাশক খেয়ে দুইজন কৃষক আত্মহত্যা করেছে।
বুধবার বিকালে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষকদল আয়োজিত কৃষক সমাবেশে অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়ন কৃষকদল এ কৃষক সমাবেশের আয়োজন করে।
কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, গত সাড়ে ১৫ বছরে কৃষকরা তাদের সকল সুযোগ সুবিধা ও ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ করা হবে। শস্য বীমা চালু, খাল খনন কর্মসূচি পুনরায় চালু, সমবায়ভিত্তিক চাষ পদ্ধতি চালু, আধুনিক চাষাবাদ পদ্ধতি চালু, বিনাসুতে কৃষি ঋণের ব্যবস্থা করা, সারাদেশে বিশেষায়িত কোল্ড স্টোরেজ চালু, প্রতিটি পরিবারে মাকসবজির বীজ চারা বিতরণের ব্যবস্থা, কৃষি বীজ ব্যাংক চালুসহ কৃষি ও কৃষকের জন্য সব ধরনের সহায়ক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কৃষিবিদ হাসান জাফির তুহিন।
বীরগঞ্জের মরিচা ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুর রহমান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ইনসান আলম আক্কাস।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন- রংপুর বিভাগীয় কৃষকদলের সভাপতি আনোয়ার সাদাত, জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর জেলা কৃষকদলের আহ্বায়ক নুরুজ্জামান সরকার, সদস্য সচিব মো. মজিবর রহমান মজিব প্রমুখ।
সমাবেশে কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিন খান, বীরগঞ্জ পৌর বিএনপি`র সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক মো. নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা কৃষকদলের সভাপতি ফজলে আলম শাহীন, সাধারণ সম্পাদক মো. আলিমুদ্দিনসহ জেলা বিএনপি, কৃষকদর ও বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইএইচ