Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

মরহুম এডভোকেট আব্দুল কদ্দুছ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

জানুয়ারি ২৩, ২০২৫, ০১:১৩ পিএম


মরহুম এডভোকেট আব্দুল কদ্দুছ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা

নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক জিপি মরহুম এডভোকেট আব্দুল কদ্দুছ এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার পর ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে নেত্রকোণা জেলা বিএনপি এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মাসুদের পরিচালনায় স্মরণ সভায় মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানাদিক তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিপি এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান খান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা দেওয়ান রুনু, সদস্য এস এম মূসা, শরীফ হায়দার খান পাঠান মনি চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, জেলা 
যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন খান রনি, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মরণ সভায় বক্তারা বলেন, এডভোকেট আব্দুল কদ্দুছ ছিলেন শহীদ জিয়ার আদর্শের সূর্য সৈনিক। তিনি সারা জীবন জনমানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন। তার মৃত্যুতে জাতীয়তাবাদী রাজনীতিতে যে শূন্যতা দেখা দিয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিআরইউ

Link copied!