কুড়িগ্রাম প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৫, ০৩:২৪ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৫, ০৩:২৪ পিএম
কুড়িগ্রামে চলতি শীত মৌসুমে অসহায় ও নিম্ন আয়ের শতাধিক শীতার্ত মানুষের মাঝে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে কম্বল বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন।
বৃহস্পতিবার সকালে নাজিরা খলিলগঞ্জ বাজার সংলগ্ন পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার নিজ কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা মো. আব্দুল আহাদ।
পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার পরিচালক মো. শহিদুল ইসলাম শিমুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার, মো. আজগর আলী, সংস্থার সাধারণ সম্পাদক মোছা.শাহনাজ পারভীন সহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন এ সময় পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থায় চলমান হাঁসমুরগি পালন প্রশিক্ষণ পরিদর্শন ও প্রশিক্ষণার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
ইএইচ