Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

মোরেলগঞ্জে দুটি দোকান পুড়ে ছাই

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২৫, ০৩:২৭ পিএম


মোরেলগঞ্জে দুটি দোকান পুড়ে ছাই

বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে মোরশেদ হাওলাদারের কসমেটিক্সের দোকান ও দেলোয়ার গাজীর টিনের গুদামঘর পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

জানা গেছে, রাত সাড়ে ৩ টার দিকে দোকান দুটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন।

মোরেলগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা মো. গোলাম ফারুক বলেন, ঘন কুয়াশার কারণে তাদের ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নেয়। আগুনের সূত্রপাত সম্পর্কে কোন স্বচ্ছ ধারণা পাওয়া যায়নি।

ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম হাওলাদার ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ইএইচ

Link copied!