দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৫, ০৩:৫৫ পিএম
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৫, ০৩:৫৫ পিএম
খাগড়াছড়ির দীঘিনালায় মেরুং ইউনিয়ন মনের মানুষ এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে রূপায়ণ চাকমা (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মনের মানুষ এলাকায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের পাশে বাড়ির গাছ কাটতে মই দিয়ে গাছে উঠে রূপায়ণ চাকমা। গাছের মোটা একটা ডাল কাটতে গিয়ে পাশে থাকা ৩৩ কেভি ভোল্ট লাইনের উপরে পড়ে যায় মুহূর্তের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে।
দীঘিনালার আবাসিক প্রকৌশলী (বিউবো) মো. নজরুল ইসলাম বলেন, কোন স্থানে বিদ্যুৎ লাইনের পাশে বাড়ি ঘরের কাছে গাছ কাটতে হলে বিদ্যুৎ অফিসের লোকজন গিয়ে গাছ কেটে দিবে। মেরুং ইউনিয়নে মনের মানুষ এলাকায় রূপায়ণ চাকমা অফিসে না জানিয়ে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়।
ইএইচ