Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

ইন্দুরকানীতে মা-মেয়েসহ তিন জনকে কুপিয়ে জখম

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২৫, ০৪:০৪ পিএম


ইন্দুরকানীতে মা-মেয়েসহ তিন জনকে কুপিয়ে জখম

পিরোজপুরের ইন্দুরকানীতে ঘরে ঢুকে মা ও মেয়েসহ তিন জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

বালিপাড়া ইউনিয়নের মৃধার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনরা জানায়, মৃধার হাট এলাকায় মাছ ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হোসেনের স্ত্রী ও এক মেয়ে এবং তার এক নাতিকে নিয়ে বাসায় থাকত। বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা চুরি করার জন্য ঘরের সিঁধকেটে ঘরে ভিতরে প্রবেশ করে।

ঘরে থাকা একটি আলমারির তালা ভাঙার সময় জাহাঙ্গীরে স্ত্রী জেসমিন বেগম টের পেয়ে উঠে ঘরের ভিতরে লোকজন দেখে চিৎকার দেন।

এ সময় দুর্বৃত্তরা তাদের হাতে থাকা ধরালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীরের স্ত্রী জেসমিন ও মাদরাসা পড়ুয়া ছাত্রী ইয়ানা এবং নাতি জুয়েনাকে কুপিয়ে গুরুতর জখম করেন। দুর্বৃত্তরা ঘরের প্রয়োজনীয় মালামাল নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করেছি। এ বিষয় তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ

Link copied!