Amar Sangbad
ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫,

আমার সংবাদে খবর প্রকাশ

উচ্ছেদ হলো ত্রিশাল বাসস্ট্যান্ডের অবৈধ স্থাপনা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২৫, ০৪:১১ পিএম


উচ্ছেদ হলো ত্রিশাল বাসস্ট্যান্ডের অবৈধ স্থাপনা

গত ২০ জানুয়ারি ত্রিশাল বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও কাঁচা বাজারের দখলে এ শিরোনামে দৈনিক আমার সংবাদে খবর প্রকাশের পর উচ্ছেদ করা হলো অবৈধ স্থাপনা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে প্রায় আধা কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা, কাঁচা বাজার ও থ্রি-হুইলার স্ট্যান্ড উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকিউল বারি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের উপ বিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম,ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মদ, ত্রিশাল পৌরসভার সচিব নওশিন জাহান।

উচ্ছেদ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকিউল বারি বলেন, এখানে অবৈধ স্থাপনার কারণে যানজট লেগেই থাকতো। তাই আজকে তা উচ্ছেদ করা হয়েছে। এর আগেও উচ্ছেদ করলেও তারা আবার স্থাপনা বসিয়েছিল আজ থেকে তারা যেন আবার না বসতে পারে তার জন্য প্রপার মনিটরিং করা হবে।

ইএইচ

Link copied!