ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৫, ০৪:১৪ পিএম
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৫, ০৪:১৪ পিএম
‘নতুন ধানে নতুন প্রাণে চলো মাতি পিঠার উৎসবে’ এ স্লোগানে ময়মনসিংহের ভালুকায় তারুণ্যের উৎসব ও শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে ওই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা পিঠা উৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
উৎসবে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে স্টলে স্টলে শীতকালীন পিঠা সাজিয়ে রেখেছেন। সুজি পিঠা, চিতই পিঠা, নকশি পিঠা, দুধ চিতই পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা, সেমাই পিঠা, ভাপা পিঠাসহ হরেক রকমের শীতের পিঠা স্থান পেয়েছে শিক্ষার্থীদের স্টলে।
পিঠা উৎসব আয়োজনে মানুষ আগ্রহ নিয়ে আসছেন ও উপভোগ করছেন।
পিঠা উৎসবে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ জুয়েল। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে উৎসাহিত করেন।
এ সময় উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব মোর্শেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ